ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেনে নিন ফিস কাবাবের রেসিপি

পাকা রাঁধুনি ডেস্ক
🕐 ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

যারা রান্না প্রিয় মানুষ কাজের ফাঁকে নতুন নতুন রান্না করা তাদের শখ। অনেকে বিভিন্ন রকমের রান্না করে পরিবারের প্রিয় মানুষগুলোকে খাওয়তে পছন্দ করেন। যারা ফিস কাবাব পছন্দ করেন অথচ তৈরি করতে পারেন না। তাদের জন্য আজ থাকছে মজার ফিস কাবাবের রেসিপি-

উপকরণ
স্যামন ফিশ বা যে কোনো কাঁটা ছাড়া মাছ ৪টি, ৩ টুকরা করে কাটা। ক্যাপসিকাম (লাল ও হলুদ) ২টি, বড় টুকরা করে কাটা। লাল পেঁয়াজ ২টি বড় টুকরা করে কাটা।

ম্যারনেইট করার জন্য: চাট-মসলা আধা চা-চামচ। রসুনবাটা আধা চা-চামচ। পার্সলে আধা চা-চামচ। গোলমরিচ-গুঁড়া আধা চা-চামচ। লবণ এবং মধু পরিমানমতো।

পদ্ধতি
ম্যারনেইট করার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে এতে মাছের টুকরাগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এখন বাঁশের চিকন কাঠিতে মাছের টুকরা, ক্যাপসিকাম ও পেঁয়াজের টুকরাগুলো পরপর গেঁথে সাজান।

মাছ গাঁথা কাঠিগুলো প্রিহিটেড ওভেনে ২০ মিনিট গ্রিল করুন। মাঝে মাঝে উল্টে দিয়ে তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে। গরম গরম পরিবেশন করুন।

গ্রিল করতে না চাইলে হালকা তেল দিয়ে ফ্রাইপ্যানে ভাজা যায়। বাঁশের কাঠিগুলো আগের রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তাহলে গ্রিল করার সময় পুড়ে যাবে না।

উল্টানোর সুবিধার জন্য দুটো করে কাঠি ব্যবহার করলে সুবিধা হয়।

 

 
Electronic Paper