ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঐতিহ্যবাহী লাউ দুধের রেসিপি

অনলাইন ডেস্ক
🕐 ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

ঐতিহ্যবাহী লাউ দুধের রেসিপি

লাউয়ের পুষ্টিগুণ সম্পর্কে সবারই জানা। লাউ খেতে যেমন মজা, তেমেই এর উপকারিতাও অনেক। লাউ ঝাল এবং মিষ্টি দুভাবেই রান্না করে খাওয়া যায়। চলুন জেনে নিন বরিশালের ঐতিহ্যবাহী লাউ দুধের রেসিপি যা খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকরও।

 

উপকরণ-
লাউ ১টি
চিনি ১ কাপ
ঘি ১ চামচ
দারচিনি-এলাচ ২ থেকে ৩ পিস
বাদাম পরিমাণমতো
কিসমিস পরিমাণমতো
গুঁড়া দুধ ১ কাপ
যেভাবে রান্না করবেন-

প্রথমে লাউ কেটে গ্রেট করে নিন। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে ঘি, এলাচ দারচিনি দিয়ে দিন। ঘি গলে গেলে গ্রেট করা লাউ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। তার মধ্যে দেড় লিটার দুধ দিয়ে দিন। এরপর ঢেকে সাত মিনিট দুধ ফুটে ওঠা পর্যন্ত রান্না করুন।

ফুটে উঠলে বাকি দেড় লিটার দুধ, কিসমিস, চিনি দিয়ে রান্না করুন আরও কয়েক মিনিট। এবার নেড়ে গুঁড়া দুধ দিয়ে জ্বাল করুন। দুধের পরিমাণ কমে মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন বাদাম কুচি, কিসমিস দিয়ে মজাদার ঐতিহ্যবাহী লাউ দুধ।

 

 
Electronic Paper