ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসা কার্যক্রম ব্যাহত

ফেনী প্রতিনিধি
🕐 ৯:৫২ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। জনবল ও চিকিৎসক সংকটের ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার ছয় ইউনিয়নের মানুষ। দীর্ঘদিন ধরে অস্ত্রোপাচার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে প্রসূতি সেবা। এক্স-রে মেশিন থাকলেও তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রয়েছে নিরাপদ পানির সংকট।

সরেজমিন দেখা যায়, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কক্ষ বন্ধ থাকায় গত ১২ বছরে যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অপারেশন থিয়েটার চালু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে প্রসূতিদের ফেনী সদর হাসপাতালে বা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা থাকার কথা নয়জন। আছে মাত্র তিনজন। তা ছাড়া নাক-কান-গলা বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, অ্যানেসথেসিয়া ও অর্থোপেডিকস্ চিকিৎসকও নেই।
বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদের মধ্যে চারটি পদই খালি। নার্সিং সুপারভাইজার পদে একজন ও সহকারী নার্স পদে একজনসহ ২০টি পদের মধ্যে ১১টি পদই শূন্য রয়েছে। মেডিকেল এসিস্ট্যান্ট থাকার কথা সাতজন। কর্মরত রয়েছে মাত্র তিনজন। ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপি টেকনিশিয়ান ও মেকানিক পদগুলো খালি। সহকারী দিয়ে ল্যাবের কাজ পরিচালনা করা হচ্ছে।  
ফার্মাসিস্ট পাঁচজনের মধ্যে রয়েছে একজন। সহকারী দিয়ে চলছে ওষুধ বিতরণের কাজ। স্টোর কিপার না থাকায় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন থেকে ডেন্টাল ইউনিট না থাকায় চিকিৎসক বসে বসে সময় পার করছেন। উপজেলার প্রতি তিন ইউনিয়নে একজন করে মোট দুইজন স্বাস্থ্য পরিদর্শক থাকার কথা থাকলেও আছেন একজন। দীর্ঘদিন ধরে অর্ধেকেরও বেশি মাঠ কর্মী নেই।
তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী পদে ৯৯টির মধ্যে ৫১টি পদই শূন্য। অপারেশন থিয়েটার বন্ধ থাকায় গত ১২ বছর ধরে সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অপারেশন থিয়েটার চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা ফাইলবন্দি হয়ে রয়েছে।  
দায়িত্বরত সেবিকা রহিমা ও জরিনা জানান, প্রতি মাসে নরমাল ডেলিভারি হয় ৩৫-৪০টি। কিন্তু প্রসূতি কক্ষটি খুব ছোট। ফলে প্রসূতি বেডসহ দুইজন লোক দাঁড়ানো সম্ভব হয় না। এটি বড় পরিসরে করা খুব জরুরি। তাছাড়া এখানে অস্ত্রোপাচারের ব্যবস্থা না থাকায় জরুরি প্রসূতি সেবা কার্যক্রমও বন্ধ রয়েছে। প্রসূতিদের ফেনী সদর হাসপাতালে বা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে।  
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা বৃদ্ধির জন্য জরুরি ভাবে অপারেশন থিয়েটার চালু করা প্রয়োজন। যার কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার রোগ প্রতিরোধ ব্যবস্থা নিরসনকল্পে তৃতীয় শ্রেণির কর্মী এবং পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়োগ দেওয়াও জরুরি।
ফেনীর জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা স্বীকার করে বলেন, আমরা সংকট নিরসনে ঊর্ধ্বতন মহলের কাছে লিখিতভাবে জানিয়েছি। আশা করি আগামী তিন মাসের মধ্যে সংকট উত্তরণ করা সম্ভব হবে।

 
Electronic Paper