তাড়াশে শীত বস্ত্র পেল ২’শ অসহায় পরিবার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে ২শত গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৩জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব)’র উদ্যোগে ২০০জন অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি প্রভাষক জালাল উদ্দিন, সহসভাপতি আইয়ুবুর রহমান রাজন, সাধারণ সম্পাদক সিরাজুল হক সিরাজ, সদস্য লায়লা আনজুমান খলিল, লাবনী পারভীন প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহসভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি আইয়ুববুর রহমান আইয়ুবুর রহমান রাজন বলেন, আমরা সব সময় গরীব ও মেহনতি মানুষের পাশে থাকি। আবার আমার ব্যাক্তিগত উদ্দ্যেগে গরীব ও দুস্থ মানুষদের শীতবস্ত্র সহ নান সহযোগী করি। এতে নিজেকে তৃপ্তি পাই।
এ বিভাগের অন্যান্য সংবাদ
