ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টেকনাফে ১০ কোটি টাকার আইস উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
🕐 ১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

টেকনাফে ১০ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে টেকনাফের উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতের ঝাউ বাগান থেকে এগুলো উদ্ধার করেন (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে একটি প্যাকেট থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের আইস পাওয়া যায়। এগুলোর আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা। উদ্ধার আইস বিজিবি সদরদফতরে রাখা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদককারবারিদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 
Electronic Paper