ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিশুর ওপর বর্বরতা, পালক মা আটক

ফেনী প্রতিনিধি
🕐 ১১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

ফেনীতে ছয় বছরের একটি মেয়েকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে এক গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। প্রিয়াংকা আক্তার নামের মেয়েটি শরীরের বিভিন্ন জায়গায় ঝলসানো ক্ষত নিয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, জোহরা বেগম নামে প্রতিবেশী এক নারী মঙ্গলবার বিকালে প্রিয়াংকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অভিযোগ পাওয়ার পর পুলিশ মধ্যরাতে কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে গৃহকর্ত্রী শাহানা আক্তার শাহেনীকে আটক করে।

শাহানা আক্তার শাহেনীর বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামে। তিনি বাংলা সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ঢাকায় বসবাস করলেও গ্রামের বাড়িতে তার নিয়মিত যাতায়াত আছে বলে প্রতিবেশীদের ভাষ্য।

এ ঘটনায় জোহরা আক্তার জানান, মঙ্গলবার দুপুরে শর্শদী ইউনিয়নের গজারিয়া কান্দি এলাকার পাঠান বাড়ি সংলগ্ন একটি সড়কে শিশুটিকে ক্ষত-বিক্ষত শরীর নিয়ে কাঁদতে দেখে তাকে বাড়ি নিয়ে যান। পরে স্বামী জাহাঙ্গীর আলমের পরামর্শে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন তারা। মেয়েটি তার নাম প্রিয়াংকা ও মায়ের নাম শাহিনী (পালক মা) শুধু এ তথ্য দিতে পেরেছে।

বর্তমানে শিশুটি হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

প্রতিবেশী জোহরা বেগম আরো জানান, প্রিয়ংকার বাবা-মা নেই। শাহেলা তাকে পালক মেয়ে বললেও তাকে দিয়ে ঘরের কাজকর্ম করাতেন। কারণে-অকারণে শিশুটির ওপর নির্যাতন চালাতেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুল হাসান বলেন, শিশুটির শরীরে অসংখ্য পোড়া ক্ষত স্থান রয়েছে। তাকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

 
Electronic Paper