ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের আবাসনের ব্যবস্থা করবে নোয়াখালী পৌরসভা

নোয়াখালী প্রতিনিধি
🕐 ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদল্যালয়ে ২০১৮-১৯ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসনসহ সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করেছে নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে পৌরসভা মেয়রের পক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

নোয়াখালী পৌর সভার কাউন্সিলর সৈয়দ আহসান হাবীব হাসান প্রেস বিফ্রিং এ জানান, নোয়াখালী পৌরসভার ৪টি স্থানে (মাইজদী বাজার, পুরাতন বাস স্ট্যান্ড, সোনাপুর জিরো পয়েন্ট, টাউন হলের মোড়) সেবা কেন্দ্র স্থাপন, খাবারের ব্যবস্থা, পৌর এলাকায় অবস্থিত সকল মসজিদ, পৌর কার্যালয়ের তৃতীয় তলা ও মেয়র কতৃক নির্ধারিত বাসায় আবাসনের ব্যবস্থা, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা, যাতায়াতের সুবিধার্থে জাতীয় পতাকা সম্বলিত মোটর বাইকের ব্যবস্থা, পৌরসভার লোগো সম্বলিত কলম প্রদান এবং শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে মনিটরিংয়ের ব্যবস্থা।

এসময় প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌরসভার সচিব শ্যামল দত্ত ও সার্বিক তত্ত্বাবধান মনিটরিং সেলের সমন্বয়ক রহমত উল্যা ভূঁইয়া।  
 
উল্লেখ্য যে, আগামী ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৬টি ইউনিটে ৭০ হাজার ২৯৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

 
Electronic Paper