ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ: বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কুমিল্লা প্রতিনিধি
🕐 ৪:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০২১

কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ: বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বহিঃ ক্রীড়া, অন্তঃ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠিত হয়।

কলেজের সহযোগী অধ্যাপক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক, কাজী মো. মাহাবুব হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আরিফ হাসান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাহফুজা খাতুন, বহিঃক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক, সহযোগী অধ্যাপক মোসা. সাহিদা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক, সহযোগী অধ্যাপক মো. কাদিমুল হাসান, সহকারী অধ্যাপক মো: সাজ্জাদুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক ফারহানা রহমান, সহযোগী অধ্যাপক এ বি এম আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. মাইন উদ্দীন, সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, সহকারী অধ্যাপক আব্দুল আলেক, সহকারী অধ্যাপক ফারহানা বেগম, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, সহকারী অধ্যাপক ইউসুফ ওসমান হারুন, প্রভাষক ফরিদ আহমেদ মজুমদার, কাজী মো. বেলায়েত উল্লাহ, শামসুদ্দীন আহমেদ, তালুকদার মো. নাজমুল হাছান, কামরুল হাছান, ধূপছায়া দাস, সিরাজুম মাসুদা কাজী জিয়াউদ্দীন আহমেদ, মো. ছেফায়েত উল্লাহ সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

কোভিড পরবর্তী অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী-প্রশিক্ষণার্থীরা আলাদা আলাদা পোশাকে, বর্ণিল সাজে, উৎসবমুখর পরিবেশে উপস্থিত হন।পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ পরিবেশনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



এর আগে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লায় সপ্তাহব্যাপী বহিঃ ক্রীড়া, অন্তঃ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বি.এড (অনার্স), বি.এড ( প্রফেশনাল) ও এম.এড শ্রেণির শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রণ করেন। পুরস্কার প্রদানের মাধ্যমে বহিঃ ক্রীড়া, অন্তঃ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পর্দা নামে।

 
Electronic Paper