ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমিল্লার আদালতে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
🕐 ৩:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

কুমিল্লার আদালতে মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে কুমিল্লার আদালতে তোলা হয়েছে। এ ঘটনায় আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় আরেক আসামি হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে হাজির করা হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০মিনিটে কুমিল্লা সিনিয়র জুডেশিয়াল ম্যাজিস্ট্রেট (চান্দিনা ৭নং আমলী আদালত) ইরফানুল হক চৌধুরী আদালতে তাকে হাজির করা হয়।

জেলা দায়েরা জজের ভারপ্রাপ্ত জেলা পিপি (অতিরিক্ত পিপি) মো. নূরুল ইসলাম, আগামী ২৩ ডিসেম্বর আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, গত শুক্রবার মামুনুল হককে কুমিল্লা কারাগারে আনা হয়েছে। পুলিশ আদালতে তুলেছেন।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানাধীন জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রশাসনের অনুমতি না নিয়ে বিনা দাওয়াতে প্রধান অতিথির বক্তব্য দেয়ায় চান্দিনা থানায় মাওলানা মামুনুল হকসহ তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

 
Electronic Paper