ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চলতি মাসেই খুলছে ফেনী কারাগার

আবদুল্লাহ আল-মামুন, ফেনী
🕐 ৮:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮

ফেনী শহরতলির রানীরহাট এলাকায় বৃহত্তর পরিসরে নবনির্মিত অত্যাধুনিক ফেনী জেলা কারাগার অক্টোবর মাসেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মাসেই নবনির্মিত কারাগার উদ্বোধন করবেন। আশা করি, ১৭ অক্টোবরের মধ্যে এটি উদ্বোধন হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেলা কারাগার নির্মাণ প্রকল্পের আওতায় শহরের অদূরে রানীরহাট এলাকায় সোনাপুর ও মালিপুর দুই মৌজায় নতুন কারাগার নির্মাণের জন্য সাড়ে সাত একর জায়গাও অধিগ্রহণ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে সরকার পরিবর্তন হলে প্রকল্পের কাজ থেমে যায়। ২০০৮ সালে বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে প্রকল্পের নির্মাণকাজ আবার শুরু হয়।

জেলা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন এ জেলা কারাগারের নির্মাণকাজ শেষ হয়েছে। চলতি মাসেই শত বছরের পুরনো কারাগারটি নতুন জায়গায় স্থানান্তর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

নবনির্মিত জেলা কারাগারটি হবে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ৩৫০ জন বন্দি ধারণক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক এ কারাগারে বন্দি ও কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে সব ধরনের সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে একটি দ্বিতলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, বন্দিদের কাউন্সিলিং এবং তাদের মাঝে কর্মস্পৃহা সৃষ্টি ও কর্মসংস্থানে বিভিন্ন ওয়ার্ক শেড, খেলার মাঠ, পুকুর, উদ্যান, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা।

গণপূর্ত অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী কাজী মো. বদরুজ্জামান জানান, আধুনিক সিসিটিভি সম্বলিত নির্মাণাধীন জেলা কারাগারে পুরুষ ব্যারাক, মহিলা ব্যারাক, কারারক্ষীদের ব্যারাক, হাসপাতাল, ওয়ার্কসিটসহ বিভিন্ন কর্মকর্তাদের বাসভবন নির্মিত হচ্ছে।

জেলা কারা সুপার রফিকুল কাদের জানান, নবনির্মিত কারাগার উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। নতুন কারাগার স্থানান্তর হলে বন্দিদের দুর্ভোগ লাগব হবে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, নতুন কারাগারের কাজ শেষ হয়েছে। চলতি মাসেই উদ্বোধন হবে বলে আশা করা হচ্ছে।

 
Electronic Paper