ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬০

নোয়াখালী প্রতিনিধি
🕐 ১:৫২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬০

নোয়াখালীর বেগমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১২৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৪৫ জন। নতুন শনাক্তের হার শতকরা ২০ দশমিক ৯১ ভাগ।

সোমবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি ল্যাবে ২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরে ২৬, বেগমগঞ্জে ১২, সোনাইমুড়ীতে ১২, চাটখিলে ২, সেনবাগে ৪, কোম্পানীগঞ্জে ১ ও কবিরহাট উপজেলার ৩ জন রোগী রয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৮ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৭৩ দশমিক ২৮। আইসোলেশনে রয়েছেন ২৪৫০ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৫ জন রোগী।

 
Electronic Paper