ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালী জেনারেল হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারীদের ধর্মঘট

নোয়াখালী প্রতিনিধি
🕐 ৩:২২ অপরাহ্ণ, মে ০৮, ২০২১

নোয়াখালী জেনারেল হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারীদের ধর্মঘট

বেতন ভাতার দাবিতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করেছেন। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সামনে তারা অবস্থান করেন। পরে কর্তৃপক্ষ দ্রুত বেতন ভাতা দেয়ার প্রতিশ্রুতি দিলে তারা আপাতত আন্দোলন স্থগিত করেন।

আন্দোলনকারীরা জানান, ঠিকাদারের অধীন হাসপাতালে ২০ জন কর্মরত থাকার কথা থাকলেও চাকরি করছেন ৭০ জনের বেশি। ফলে তারা নির্দিষ্ট ১৬ হাজার ১৩০ টাকা বেতন পাওয়ার কথা থাকলেও বেতন পাচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। এ টাকাও গত ১২-১৩ মাস পর্যন্ত পাচ্ছেন না তারা। যার কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাধ্য হয়ে তারা কর্মবিরতি দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন।

এ বিষয়ে ঠিকাদার আল মাহমুদ হোসেন রোমেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন পর্যন্ত বেতন না দেওয়ায় তিনি কর্মচারীদের টাকা দিতে পারছেন না।

তবে ঈদের পরপরই বকেয়া বেতনগুলো সম্পূর্ণ দিয়ে দিবেন বলে জানান তিনি।

 

 
Electronic Paper