ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ৫১ জন

নোয়াখালী প্রতিনিধি
🕐 ১২:৪২ অপরাহ্ণ, মে ০৮, ২০২১

নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ৫১ জন

গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ১৭ দশমিক ০৬ ভাগ। জেলা মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮০২ জন। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯০ হাজার ৫শ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে করোনায় আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, জেলার সদরে ২৪, বেগমগঞ্জে ১৬, সোনাইমুড়ীতে ৫, চাটখিলে ৩, সেনবাগে ১ ও কবিরহাটে গত ২৪ ঘন্টায় করোনায় ৫১ জন নতুন আক্রান্ত হয়েছেন। জেলায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১১৪ জনের। গত ২৪ ঘন্টায় ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শহীদ ভুলু স্টেডিয়াম কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩১জন রোগী।

এদিকে, লকডাউন চলাকালে সরকারি নিষেধ অমান্য করে রাত ৮টার পর দোকান-পাট, শপিংমল খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৮টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় মানুষকে মাস্ক পরিধান নিশ্চিত করতে ও স্বাস্থ্যবিধি মানাতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

 
Electronic Paper