ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবীনগরে মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের সামগ্রী বিতরণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
🕐 ৩:৫৮ অপরাহ্ণ, মে ০৭, ২০২১

নবীনগরে মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ২ শতাধিক অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ মে) সকালে শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামে ‘মোস্তফা ফাউন্ডেশন’ এর অস্থায়ী কার্যালয় থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের মূল উদ্যোক্তা সীমান্ত ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক নুরুল হক শাহীন এ সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাম্মদ শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রোগ্রামার আব্দুল করিম দুলাল, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খোরশেদুজ্জামান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহাম্মদ সেলিম, ডা. সাজ্জাদুল হক সৌরভ, মোহাম্মদ ধনু মিয়া, সাবেক মেম্বার বোরহান উদ্দিন ছোট্ট প্রমুখ।

মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোক্তা নুরুল হক শাহীন বলেন, করোনাকালীন সময়ে লকডাউন থাকায় সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই প্রয়াস। দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে এ প্রতিষ্ঠান শুরু থেকেই গরিব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছে। যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারেনা তাদেরকে আর্থিক সহায়তা প্রদান, নির্যাতিত মানুষকে আইনি সহায়তা প্রদান করা আমাদের উদ্দেশ্য। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. মনির হোসেন, মোহাম্মদ এমরান হোসেন, মাওলানা মোহাম্মদ রহমত উল্লাহ, জেসমিন আক্তার রলি, লিজা আক্তার, নিশা আক্তার, নুরে আলম রায়হান, মো. আমজাদ হোসেন আলামিন, মো. গিয়াস উদ্দিন, আবুল হোসেন, মো. সোহেল, মো. উজ্জ্বল মিয়া।

 
Electronic Paper