ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক্যান্সার আক্রান্ত স্কুলশিক্ষকের পাশে দাঁড়াল শিক্ষা অফিস

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
🕐 ৩:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১

ক্যান্সার আক্রান্ত স্কুলশিক্ষকের পাশে দাঁড়াল শিক্ষা অফিস

মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষকের চিকিৎসার্থে এগিয়ে এসেছেন উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা শিক্ষা অফিসে ক্যান্সার আক্রান্ত পূর্ব খৈয়াছড়া এনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জাহান বেগমের হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী।

উল্লেখ্য, স্কুলশিক্ষক কামরুজ্জাহান বেগম গত এক বছর পূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। এর আগে গত ১৫ এপ্রিল উপজেলার ধুম ইউনিয়নে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ বিদ্রিস আলমের পরিবারকে এক লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী জানান, করোনাকালীন সময়ে শিক্ষা অফিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। দাপ্তরিক কাজের পাশাপাশি এ সময়ে মৃত্যুবরণ করা, অসুস্থ শিক্ষক ও কর্মচারীদের পাশে দাঁড়াচ্ছে শিক্ষা অফিস ও শিক্ষকরা। এজন্য আমি উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি।

 
Electronic Paper