ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
🕐 ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রে নায্যদাবীতে আন্দোলনরত শ্রমিকদেরকে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে সাম্যবাদী আন্দোলন নোয়াখালীর নেতাকর্মীরা। এসময় তারা এ হত্যার সঙ্গে জড়িত পুলিশ ও এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রোববার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত সমাজতান্ত্রিক দল সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, সদস্য দলিলের রহমান দুলাল, ফখরুল ইসলাম ও কাজী জহির উদ্দিন।

বক্তারা বলেন, যেসব শ্রমিকের ঘামে মালিকপক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন, সে শ্রমিকদের নায্য বেতন-ভাতাও দিচ্ছে না মালিক পক্ষ। আবার বেতন-ভাতার জন্য আন্দোলনে গেলে মালিকের পেটুয়া বাহিনী পুলিশ গুলি করে শ্রমিকদের হত্যা করছে। আবার উল্টো শ্রমিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানিও করছে। বক্তারা, বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হত্যার বিচার দাবি করেছেন।

 
Electronic Paper