ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিরসরাইয়ে লকডাউনে জরিমানা, সচেতনতামূলক কর্মসূচি

ইকবাল হোসেন জীবন, মিরসরাই (চট্টগ্রাম)
🕐 ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

মিরসরাইয়ে লকডাউনে জরিমানা, সচেতনতামূলক কর্মসূচি

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত এক সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও লকডাউন কার্যকরে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) উপজেলার আবুতোরাব বাজারে এইসব কার্যক্রম পরিচালিত হয়।

লকডাউন কার্যকরে সকাল থেকে বাজারে অবস্থান করেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। এরপর দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১টি মামলা পরিচালনা করে ১২ হাজার ১শ টাকা জরিমানা করেছেন। এরমধ্যে একটি ভোক্তা অধিকার আইনে। অন্যগুলো মাস্ক পরিধান না করার কারণে।

এ সময় মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার উপস্থিত ছিলেন। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে ও লকডাউন কার্যক্রমে সচেতনতামূলক মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, করোনা মহামারি প্রতিরোধে ও সরকার ঘোষিত লকডাউন কার্যকরে আমার প্রিয় নেতা, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও আগামীর এমপি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে আমি সার্বক্ষণিক মাঠে রয়েছি। আবুতোরাব বাজারে নির্দিষ্ট দোকানপাট ছাড়া অন্য দোকানগুলো যেন খোলা রাখতে না পারে সেজন্য গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি মিরসরাই থানা পুলিশের টহল অব্যাহত রয়েছে। লকডাউন শতভাগ সফল করতে আমি ব্যবসায়ী ও ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

 
Electronic Paper