ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ৩ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:৪৯ অপরাহ্ণ, মার্চ ০২, ২০২১

নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ৩ পুলিশ বরখাস্ত

কক্সবাজারে বাড়িতে ঢুকে এক রোজিনা খাতুন নামের এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে গ্রেফতারের পর বরখাস্ত করা হয়েছে। তার হলেন এসআই নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মডেল থানার ওসি অপারেশন মো. সেলিম জানান, সোমবার ঘটনাস্থল থেকে একজনকে এবং রাতেই আরও দুজনকে গ্রেফতারের পর বরখাস্ত করা হয়।

ভুক্তভোগী নারীর স্বামী রিয়াজ আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ‘কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে গ্যাসের দোকান করার জন্য আমার স্ত্রী এই টাকাগুলো তার আত্মীয়স্বজন থেকে সংগ্রহ করেন। পরে বাড়ি ফিরলে সিএনজিতে করে ৫-৬ জনের একটি দল বাসায় ঢুকে তাকে মারধর করে পিস্তল ঠেকিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।’

‘পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৯৯৯ ফোন করে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয় এবং ঘটনাস্থলে আটককৃত একজনকে পুলিশে সোপর্দ করা হয়। পাশাপাশি গুরুতর অবস্থায় আমার স্ত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়’, বলেন তিনি।

দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি।

 
Electronic Paper