ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিরসরাই-বারইয়ারহাট পৌরসভায় নির্বাচিত হলেন যারা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
🕐 ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

মিরসরাই-বারইয়ারহাট পৌরসভায় নির্বাচিত হলেন যারা

মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে বারইয়ারহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম খোকন ৪৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনিত প্রার্থী দিদারুল আলম মিয়াজী পেয়েছেন ১৩১ ভোট।

মিরসরাই পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই মেয়র নির্বাচিত হয়েছেন আলহাজ্ব গিয়াস উদ্দিন।

এছাড়া সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডে রিজিয়া বেগম ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডে ফেরদৌস আরা লাকি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মিরসরাই পৌরসভায় ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে দেলোয়ার হোসেন খোকন, ২ নং ওয়ার্ডে এবাদুর রহমান, ৩ নং ওয়ার্ডে নুর নবী, ৪ নং ওয়ার্ডে শাখের ইসলাম রাজু, ৫ নং ওয়ার্ডে মো. জহির উদ্দিন, ৬ নং ওয়ার্ডে জামাল উদ্দিন লিটন, ৭ নং ওয়ার্ডে ওসমান গনি, ৮ নং ওয়ার্ডে ইলিয়াছ হোসেন লিটন,  ৯ নং ওয়ার্ডে আল ফায়হাত সংগ্রাম, বারইয়ারহাট পৌরসভায় সংরক্ষিত ১, ২, ৩ ওয়ার্ডে শাহাহাজ বেগম, ৪, ৫, ৬ শিল্পি ভৌমিক ও ৭, ৮, ৯ ওয়ার্ডে সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজিজুল হক মান্না, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল, ৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর রসুল আহম্মদ নবী, ৪ নং ওয়ার্ডে মো. মাসুদ, ৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর রতন দত্ত, ৬ নং ওয়ার্ডে মো. আলমগীর, ৭ নং ওয়ার্ডে আব্দুল খালেক, ৮ নং ওয়ার্ডে মো. নিজাম উদ্দিন ও ৯ নং ওয়ার্ডে এজাহার উদ্দিন।

 

 
Electronic Paper