ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাদক কারবারির ১৫ বছর কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
🕐 ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

মাদক কারবারির ১৫ বছর কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ থানার একটি মাদক মামলায় এহেছান উল্যা প্রকাশ আমান উল্যা নামের এক মাদক কারবারির ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে থাকে আরও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার বিকালে জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত এহেছান উল্যা কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের আনোয়ারুল হকের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এহেছান, তার স্ত্রী জান্নাতুল মাওয়া ও শ্যালিকা রাজিয়ে বেগম প্রকাশ জারিয়াতুল মোস্তফাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আদালতে মোট ৯ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামী জান্নাতুল মাওয়া ও রাজিয়া বেগমকে খালাস এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি এহেছানকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

 
Electronic Paper