ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টিনের ঘরে পাঠদান

ফেনী প্রতিনিধি
🕐 ৬:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের নদী উপকূলীয় দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা দ্বিতল ভবনটি ২০১১ সালে বড় ফেনী নদীভাঙনে বিলীন হয়ে যায়।

নতুন ভবনের আশায় কষ্ট শিকার করে জোড়াতালি দিয়ে বিদ্যালয়টির পাঠদান চলছে মক্তবের টিনশেড ঘরে। মক্তবটি এক কক্ষবিশিষ্ট হলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সেখানে দুটি কক্ষ করা হয়েছে।
বিদ্যালয়টির নিজস্ব কোনো ভবন না থাকায় শিক্ষকরা একটি কক্ষের এক কোণে আলাদা করে ছোট একটি কক্ষ বানিয়ে নিয়েছেন। ওই কক্ষে চলে বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম। অনেক সময় জোয়ারের পানি ঢুকে বিদ্যালয়ের আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম ভূঁঞা বলেন, ‘বিদ্যালয়টিতে বর্তমানে দেড়শ শিক্ষার্থী রয়েছে। তারা সবাই দরিদ্র পরিবারের সন্তান। ভবন না থাকায় কক্ষ সংকটের কারণে একসঙ্গে সবার পাঠদান ও পরীক্ষা নেওয়া যায় না।
স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী এ এন এম মনির উদ্দিন আহম্মদ বলেন, ‘সোনাগাজীতে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ২৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সাতটি আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় নির্মাণের জন্য ২০১৬ সালের জুন মাসে দরপত্র আহ্বান করা হয়। সাতটি ভবনের মধ্যে দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ছিল। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে আনুষঙ্গিক কাজ শেষ করে ঠিকাদারিপ্রতিষ্ঠান বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য মাটি কাটা শুরু করেছিল। কিন্তু মাটি কাটা শেষে তারা হঠাৎ কাজ বন্ধ করে কেন চলে গেল তা আমার জানা নেই।’

 
Electronic Paper