ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৮০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
🕐 ৬:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

৮০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৮০মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। ২৫জানুয়ারি, সোমবার রাতে অভিযান চালিয়ে হাতিয়ার চরজাগলা ও মৌলভীচর সংলগ্ন মেঘনা নদী থেকে ২টি ফিশিং বোট তল্লাশি করে এসকল মাছ জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিসিজি স্টেশন হাতিয়া থেকে কোস্ট গার্ডের একটি টিম মেঘনা নদীতে সন্ধ্যা ৭টার সময় অভিযান চালিয়ে চরজাগলা ও মৌলভীচর সংলগ্ন নদী থেকে ২টি ফিশিং বোট তল্লাশি করে আনুমানিক ৮০ মন জাটকা ইলিশ জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত জাটকা ইলিশ মাছ হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন এবং মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস এর উপস্থিতিতে এতিমখানা ও গরীব অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে বিতরণ করা হয়।

ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জাটকা ইলিশ নিধনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া।

 

 
Electronic Paper