ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বান্দরবান পৌর নির্বাচন মনোনয়নপত্র জমাদান শুরু

বান্দরবান প্রতিনিধি
🕐 ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

বান্দরবান পৌর নির্বাচন মনোনয়নপত্র জমাদান শুরু

আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের বান্দরবান পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বান্দরবানে নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছে।

রোববার বান্দরবান নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী মনোনয়নপত্র জমা দেন। এরপরে পর্যায়ক্রমে আওয়ামী লীগ মনোনীত বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরা একে একে তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করে।

এদিকে আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে।

রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, ১৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলরদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৯ জানুয়ারি যাছাই-বাছাই, ২৬ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবে।

১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চতুর্থ ধাপের বান্দরবান পৌরসভা নির্বাচন ইবিএমের মাধ্যমে হবে এবং বান্দরবানে ৯টি ওয়ার্ডে ২৯ হাজার ৭২৯ জন ভোটার এতে অংশগ্রহণ করবে।

 

 

 
Electronic Paper