ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সনাতন ধর্মাবলম্বীদের সংক্রান্তি উদযাপন

বান্দরবান প্রতিনিধি
🕐 ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

সনাতন ধর্মাবলম্বীদের সংক্রান্তি উদযাপন

নানা আয়োজনে বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে উত্তরায়ণ সংক্রান্তি। দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। পৌষ সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তি বলা হয়। পৌষ মাসের শেষে সনাতন ধর্মাবলম্বীরা পুণ্যতিথি বিবেচনা করে প্রতি বছরই উত্তরায়ণ সংক্রান্তি উদযাপন করে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান গীতা আশ্রম কমিটির আয়োজনে সদরের নোয়াপাড়া গীতা আশ্রম প্রাঙ্গণে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে দিনব্যাপী চলছে উষাকীর্ত্তন, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, পার্থ সারথি পূজা, মঙ্গল আরতি পাঠ, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণসহ নানা আয়োজন। দেব প্রভাতের সূচনালগ্নে জগতের মঙ্গল কামনায় প্রতি বছর এ উত্তরায়ণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানে জেলার সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষরা অংশ নিয়ে জগতের সুখ-শান্তি কামনার পাশাপাশি করোনা মুক্তির লক্ষে বিশেষ প্রার্থনায় মিলিত হয়।

 
Electronic Paper