ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুদের টাকার দ্বন্দ্বে বৃদ্ধ খুন, ভাতিজা আটক

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বৃদ্ধকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ৩০ নভেম্বর, সোমবার রাতে শহরের পূর্বমেড্ডায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক (৮০) পূর্বমেড্ডা স্কুল মসজিদের পাশের বাসিন্দা। এ ঘটনায় আটক মনির সম্পর্কে নিহতের ভাইপো।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিন বছর আগে আব্দুল মালেকের ছেলে শরীফ তার চাচাতো ভাই মনিরের কাছ থেকে ব্যবসার জন্য সুদে এক লাখ টাকা নেন। শরীফ সুদ বাবদ প্রতি মাসে মনিরকে ১০ হাজার টাকা করে দিয়ে আসছিলেন। ১ ডিসেম্বর, মঙ্গলবার সুদ হিসাবে বাকি থাকা ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ৩০ নভেম্বর, সোমবার রাতে মনির তিন-চারজন লোক নিয়ে শরীফের বাবা আব্দুল মালেককে মারধর করেন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান, হত্যার ঘটনায় মনিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 
Electronic Paper