ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবশেষে ৯ জেলেকে ফেরত দিল মিয়ানমার

শহিদ উল্লাহ, টেকনাফ, কক্সবাজার
🕐 ১১:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

মিয়ানমারের বিজিপি কর্তৃক নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ৯ বাংলাদেশি জেলেকে অবশেষে ফেরত দিয়েছে। তাদের ফিরিয়ে আনতে গতকাল সকাল ১০টার দিকে টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খানের (পিএসসি) নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমারের মংডুতে যায়।

মিয়ানমারের ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্ট মংডুতে তারা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠক করে। মিয়ানমারের পক্ষে ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের লে. কর্নেল জাও লিং অং। বৈঠক শেষে বিজিবির প্রতিনিধি দলের কাছে জেলেদের হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা জেলেরা হচ্ছেন শাহপরীর দ্বীপ মৃত গোলাম হোসেনের পুত্র মো. নুরুল আলম (৪৮), সৈয়দ হোসেনের পুত্র ইসমাইল প্রকাশ হোসেন (১৯), আবদুস সালামের পুত্র মো. ইলিয়াছ (২১), মোহাম্মদ জাকারিয়ার পুত্র মো. ইউনুছ (১৬), সৈয়দুর রহমান প্রকাশের পুত্র মোহাম্মদ আলম প্রকাশ কালু (১১), ছলিম উল্লাহর পুত্র সাইফুল (১৭), মৃত বশির আহমদের পুত্র সলিম উল্লাহ (২৫), মৃত শাহ আলমের পুত্র নুর কামাল (১৩), মৃত রহিম উল্লাহর পুত্র মো. লালু মিয়া (২৩)।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে নাফ নদীতে টেকনাফের শাহপরীর দ্বীপঘোলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকায় কালা মাঝির নেতৃত্বে ৯ জন জেলে সাগরে মাছ শিকারে যায়। মৎস্য আহরণকালে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের জলসীমায় অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় মিয়ানমারের বিজিপি’র টহল দল তাদের আটক করে মিয়ানমারে নিয়ে যায়। এ ঘটনার পর জেলেদের ফেরত চেয়ে বিজিবি ব্যাটালিয়ন (২ বিজিবি) মিয়ানমার কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছিল। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৯ জেলেকে ফেরত দিয়েছে। ফেরত আসা জেলেদের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 
Electronic Paper