ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুজিব বর্ষ

কোম্পানীগঞ্জে ভূমিহীন-গৃহহীনদের বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
🕐 ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ শ্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের গহীরার দিঘীর পাড়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরনবী চৌধুরীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রাথমিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩০টি ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা করে ৩০টি ঘরের জন্য ৫১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

 
Electronic Paper