ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি
🕐 ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ০১, ২০২০

উজানে পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে জেলার ফুলগাজী উপজেলার অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে ৩১ অক্টোবর, শনিবার থেকেই মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।এদিন বিকেলে পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

 

পরে রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। রাত ১১টার দিকে এ ভাঙন তীব্র হলে মুহূর্তের মধ্যে নদীর পানি ঢুকে পড়ে আশপাশের চারটি গ্রামে।

এসব এলাকার ফসলি জমি, রাস্তাঘাট, পুকুর তলিয়ে যায়। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় দুর্ভোগে পড়েন স্থানীয়রা। আকস্মিক বন্যায় তারা দিশেহারা হয়ে পড়েন। ফসলের মাঠ ও পুকুর তলিয়ে যাওয়ায় কয়েকশ’ পরিবারের আধা পাকা ধান ও পুকুরের মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এরআগে গত ১৪ জুলাই ওই একই বাঁধের ৮টি স্থান ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছিলো। সেবারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

 
Electronic Paper