ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিরাপদে ফিরলেন চার শতাধিক পর্যটক

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার)
🕐 ১১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকেপড়া চার শতাধিক পর্যটক ফিরেছেন। গতকাল রোববার সকালে পাঁচটি সার্ভিস বোটে দেড়শ’ পর্যটক কক্সবাজারের টেকনাফ ও শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছান। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে আরও আড়াইশ’ পর্যটক নিয়ে কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে টেকনাফে আটকেপড়া দেড়শ’ মানুষ দ্বীপে ফিরেছেন। সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার কক্সবাজারের পর্যটকবাহী জাহাজ ও টেকনাফে নৌযানে ভ্রমণে এসে চার শতাধিক পর্যটক দ্বীপে আটকে পড়েছিল। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আবহাওয়া-সংক্রান্ত সতর্কতা সংকেত না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল করতে দেওয়া হয়েছে। এতে দ্বীপে আটকেপড়া পর্যটকদের উদ্ধার সম্ভব হয়েছে। পর্যটকবাহী কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় রোববার সকালে যাত্রী বহন করে জাহাজ সেন্টমার্টিন গেছে। একটি জাহাজ এখন কক্সবাজারের পথে।’

ফিরে আসা পর্যটক সিলেটের বাসিন্দা নুর আজিম বলেন, সাগর কিছুটা উত্তাল থাকায় সার্ভিস বোটে আসতে ভয় কাজ করেছে। তবে ফিরে আসতে পেরে আমরা আনন্দিত।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মো. তারেক মাহামুদ বলেন, সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের কিছু টেকনাফে ফিরেছেন। বিকালে বাকিদের নিয়ে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ কক্সবাজারে উদ্দেশে রওনা দিয়েছে। জাহাজটি রাত ১০টার দিকে পৌঁছার কথা রয়েছে।

 
Electronic Paper