ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালীতে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

নোয়াখালী প্রতিনিধি
🕐 ২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

নোয়াখালীর চাটখিল উপজেলায় আল নেওয়াজ (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত ওই যুবক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার কাছ থেকে সিআইডির একটি ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে চাটখিল বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আল নেওয়াজ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওর কোট গ্রামের রফিক উল্যার ছেলে।

পুলিশ জানায়, আল নেওয়াজ নামের ওই যুবক দুপুরে চাটখিল বাজারের একটি মোবাইল দোকানে এসে একটি মোবাইল ক্রয় করে। তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইলের টাকা পরে দিবে বলে। এ সময় দোকানদার তাতে অপারগতা প্রকাশ করলে তিনি সিআইডির একটি পরিচয়পত্র দেখিয়ে দোকানদারকে ভয়ভীতি দেখায়। ঘটনাটি দোকানদার ও উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আল নেওয়াজ নামের ওই যুবককে সিআইডির একটি ভূয়া পরিচয়পত্রসহ আটক করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হবে।

 
Electronic Paper