ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রামুতে পাহাড়ধসে ২ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
🕐 ১১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

কক্সবাজারের রামু উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটিধসে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রামুর উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। তারা পরিবহন শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় ওই দুই যুবকসহ একদল শ্রমিক পাহাড়ে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটিধসে আলী আহমদ ও মুজিবুর রহমান চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। রামু থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামান জানান, মরদেহগুলো থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

এদিকে বুধবার সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা ঘটনাস্থলে যান।এ সময় ইউএনও প্রণয় চাকমা বলেন, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কাটছিল। কিছুদিন আগেও এখানে পাহাড় কাটা বন্ধে অভিযান চালানো হয়েছিল।

 
Electronic Paper