ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমিল্লার তিতাসে দুই বোনসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
🕐 ২:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

কুমিল্লার তিতাস উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো, উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন রসুলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে মনিজা (৭) ও একই গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা (৬)। তারা দুজন চাচাতো বোন।

মৃত অন্যজন উপজেলার বলরামপুর ইউনিয়ন গাজীপুর গ্রামের ইসমাহিল মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২২)।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার রসুলপুর এলাকায় গোমতি নদীতে ও গাজীপুর গ্রামের ইসমাহিল মিয়ারবাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দাদির সঙ্গে গেমতী নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় দুই বোন। এলাকার লোকজন খোঁজাখুজি করে ব্যর্থ হয়। পরে ৯৯৯ ফোন করলে চাঁদপুর থেকে একদল ডুবুরি এসে অনেক খোঁজাখুজির পরও তাদের কোনো সন্ধান পায়নি। শনিবার সকালে ওই স্থানেই দুই বোনের মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করেন এলাকাবাসী।

অপরদিকে মো. ইব্রাহিম পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিবাগত গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিতাস থানার এস আই শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

 
Electronic Paper