ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালীতে ২০ লক্ষ টাকার ভেজাল ওষুধ জব্দ, ১ জনকে দণ্ড

নোয়াখালী প্রতিনিধি
🕐 ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সদরে অবৈধ ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের আইযুবপুরে কিডনী রোগের ওষুধ কারাখানায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালত পরিচালনা করেন সুধারাম থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ২০ লক্ষ টকার অবৈধ কিডনী রোগের ওষুধ জব্দ করা হয় এবং একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সালহ উদ্দিন মাহমুদ (৬০) সদর উপজেলার রামকৃষপুর এলাকার মৃত জয়নাল আবদীন’র ছেলে।

 
Electronic Paper