ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাছিরের বিদায়

আজ চসিকের দায়িত্ব নিচ্ছেন সুজন

চট্টগ্রাম ব্যুরো
🕐 ১১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ০৬, ২০২০

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র হিসেবে পাঁচ বছর মেয়াদ শেষে বিদায় নিয়েছেন আ জ ম নাছির উদ্দীন। নতুন প্রশাসক হিসেবে আজ বৃহস্পতিবার সকালে দায়িত্ব নিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব নাজনিন ওয়ারেস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ৬ আগস্ট পূর্বাহ্ন থেকে ১৮০ দিন তিনি প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাস মহামারির কারণে চসিক নির্বাচন স্থগিত হয়ে যায়। এদিকে গতকাল ৫ আগস্ট আ জ ম নাছির উদ্দীনের মেয়র হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার।

এর আগে গতকাল বুধবার দুপুরে নবনির্বাচিত প্রশাসক খোরশেদ আলম সুজন সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবর জিয়ারত করেন। নগরীর চশমাহিল মসজিদ প্রাঙ্গণে সাবেক রাজনীতিক গুরু মহিউদ্দীন চৌধুরী কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে সাবেক মেয়রের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দীন ও তাদের সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।

এসময় তারা নগরীর সমস্যা নিয়ে আলোচনা করেন। নাগরিক সুবিধা বৃদ্ধিতে নতুন প্রশাসককে নানা পরামর্শ দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান। সরকারের যে কোনও সহযোগিতা ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদায় উপলক্ষে সহকর্মীদের জনাকীর্ণ প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সার্বিকভাবে সন্তুষ্ট চিত্তে যাচ্ছেন বলে জানান বিদায়ী সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জোহা। এতে বিভাগীয় প্রধানসহ বিদায়ী কাউন্সিলররা মেয়রের কার্যকাল নিয়ে আলোচনায় অংশ নেন।

 
Electronic Paper