ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কামারদের ব্যস্ততা

ইকবাল হোসেন সুমন, নোয়াখালী
🕐 ২:০৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদে দম ফেলানোর ফুসরত থাকে না তাদের। দিনরাত পশু জবাই ও কাটার বিভিন্ন সামগ্রী তৈরি ও শান দিতেই দেখা যায়। টুং টাং শব্দে মুখর কামারশালা।

সরেজমিন গিয়ে দেখা যায়, জেলা শহরের মাইজদী ইসলামীয়া সড়কের পাশে দোকান, দত্তের হাট, চৌমুহনী, সোনাপুর ও সোনাইমুড়ী বাজারসহ প্রায় প্রতিনিটি কামারশালায় কামাররা বিরতিহীনভাবে কাজ করছেন। উপজেলা শহর ছাড়াও গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কামারদের কাজের কমতি নেই। 

দত্তেরহাট বাজারের বেলাল জানান, কামারদের কোনো সংগঠন না থাকায় দাম পাচ্ছেন না তারা। কাজেরও নেই নির্দিষ্ট কোনো রেট। যার ফলে কঠোর পরিশ্রম করেও ক্রেতাদের কাছ থেকে সন্তোষজনক মূল্য পাচ্ছেন না তারা।

মাইজদী কামারশালার মালিক নুরা মিয়া জানান, তিনি দীর্ঘ ৪০ বছর যাবত কাজ করে তারা জীবিকা নির্বাহ করছেন। তার পরিবারের সদস্যরাও এ কাজ করে জীবিকা নির্বাহ করে। এবার কত আয় হবে জিজ্ঞাস করলে তিনি জানান, শরীর ভালো থাকলে প্রায় লাখ খানেক টাকা আয় হতে পারে।

 

 
Electronic Paper