ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমিল্লায় আরও ৩৫ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি
🕐 ৪:২০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২০৮ জন।

রোববার (২৬ জুলাই) নতুন করে আক্রান্ত ৩৫ জনের মধ্যে ১৪ জনই কুমিল্লা নগরীর। এছাড়া চৌদ্দগ্রামের ১ জন, আদর্শ সদরে ৩ জন, বরুড়ায় ৭ জন, সদর দক্ষিণে ৩ জন, ব্রাক্ষণপাড়ায় ১ জন ও নাঙ্গলকোটের ৬ জন আক্রান্ত হয়েছেন।

এদিন কুমিল্লা নগরীর ৪৫ জন, সদর দক্ষিণের ৮ জন, আদর্শ সদরে ৭ জন ও নাঙ্গলকোটের ৪ জনসহ মোট ৬৪ জন নতুন করে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৭৪ জন।

আর এদিন করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা নগরীতে নতুন করে ২ জন মারা গেছেন। এ নিয়ে সর্বমোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রোববার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ২৪ হাজার ৫৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এ পর্যন্ত পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ২৪ হাজার ৪৫২ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে পজিটিভ এসেছে ৫ হাজার ২০৮ জনের।

 
Electronic Paper