ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমেকে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
🕐 ২:০৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ বা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। এরা সকলেই হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এখন পর্যন্ত ওই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ২০৭ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮ জন ও করোনার উপসর্গে ১৩৯ জন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আইসিইউতে মারা যান কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আবদুল গফুর (৯৬), লালমাই উপজেলার জয়নাল আবেদিনের ছেলে মফিজুর ইসলাম (৭০), লাকসাম উপজেলার ইব্রাহিম খলিলের ছেলে আবদুর গফুর (৬২) এবং নাঙ্গলকোট উপজেলার ইয়াহিয়ার মেয়ে জাহারা খাতুন (৭০)।

 
Electronic Paper