ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমিল্লায় আরও ৫০ জনের করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি
🕐 ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

কুমিল্লায় বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৪ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে।

এদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৫১ জন। জেলায় সর্বমোট সুস্থতার সংখ্যা ২ হাজার ৫৯০ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলায় প্রাণঘাতী করোনার ছোবলে ১২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে নতুন করে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আদর্শ সদরের একজন মারা গেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৩২৪ জনের। আর নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৩০ জনের। এর মধ্যে ৪ হাজার ৬১৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

নতুন করোনা আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ১১ জন, লাকসামে ৪ জন, চৌদ্দগ্রামে ৫ জন, চান্দিনায় ৪ জন, দেবিদ্বারে ৯ জন, মুরাদনগরে ৩ জন, বরুড়া ৫ জন, মনোহরগঞ্জ ২ জন, বুড়িচংয়ে ৫ জন, লালমাইয়ে ১ জন ও আদর্শ সদরে ১জন।

 
Electronic Paper