ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমিল্লায় করোনায় আরও শনাক্ত ৫৪

কুমিল্লা প্রতিনিধি
🕐 ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৪ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে। এদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ১৫৬ জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৩ জন। এর মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন কুমিল্লা নগরীর ১০৬ জন, হোমনার ৩৭ জন, চান্দিনার ৮ জন ও দেবিদ্বারের ৫ জন।

এছাড়া, প্রাণঘাতী করোনার ছোবলে কুমিল্লায় মোট ১২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৫৫৭ জনের। আর নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৯৭ জনের। এর মধ্যে ৪ হাজার ৩৬৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন- কুমিল্লা নগরীতে ১৮, লালমাই ২, মনোহরগঞ্জ ৫, বুড়িচং ৩, চান্দিনা ৬, হোমনা ৫, দেবিদ্বার ৫ ও নাঙ্গলকোট ১০ জন।

 
Electronic Paper