ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাতিয়ায় আইন অমান্য করায় ১৪ হাজার টাকা জরিমানা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
🕐 ১১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় মহামারী করোনার সংক্রমন বৃদ্ধি হওয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধা ৭টার পরেও দোকান পাট খোলা রেখে জনসমাগম করায় ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাতে পৌরসভার ওছখালী বাজারে ৮দোকানীকে এ সকল জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো.রেজাউল করিম।

মহামারী করোনা ভাইরাস রোধে সন্ধা ৭টার পরিবর্তে বিকেল ৫টা পর্যন্ত দেকান পাট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও সামামাজিক সচেতনতা সৃষ্টির জন্য সকলে সামাজিক দূরত্ব মাস্ক ব্যবহার অযথা বাজারে আড্ডা থেকে বিরত থাকার জন্য স্বাস্থ্য বিধির নির্দেশনা দেন। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যাবস্থা করা হবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট।

 

 
Electronic Paper