ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নকল স্যানিটাইজার বিক্রি, জরিমানা ৮৫ হাজার

চট্টগ্রাম প্রতিনিধি
🕐 ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ০৫, ২০২০

নকল হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল এবং অনুমোদনহীন ও সরকারি ওষুধ বিক্রির দায়ে ৫টি ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ জুলাই) নগরের অক্সিজেন এলাকায় ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। অভিযানে অংশ নেন ওষুধ প্রশাসন অধিদফতরের তত্বাবধায়ক মো. কামরুল হাসান।

অভিযানে ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে কিউর অ্যান্ড কেয়ার ফার্মেসিকে ৩০ হাজার, বিসমিল্লাহ ফার্মেসিকে ২০ হাজার, হাফসা হানিফ মেডিক্যালকে ১৫ হাজার, আল মাশাফি ফার্মেসিকে ১৫ হাজার এবং ইকবাল ফার্মেসিকে ৫ হাজার টকা জরিমানা করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় অক্সিজেন এলাকার ৩ জন খুচরো বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 
Electronic Paper