ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় বৃদ্ধার মৃত্যু  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
🕐 ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ০৫, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সন্ধ্যা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (০৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত সন্ধ্যা রানী জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামের মৃত শচীন্দ্র সরকারের স্ত্রী।

হাসপাতাল ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা রানী ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় শনিবার (০৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন তিনি। রাতে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

রোববার সকালে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সন্ধ্যা রানীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি গোপন করলেও পরবর্তীতে স্বাস্থ্যকর্মীরা বিষয়টি জানতে পেরে সন্ধ্যা রানীকে হাসপাতাল সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে নিয়ে যেতে বলেন। আইসোলেশন সেন্টারে নেয়ার সময় সন্ধ্যা রানীর মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, রোগীর স্বজনরা করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি গোপন করেছিল। পরবর্তীতে স্বাস্থ্যকর্মীরা বিষয়টি জানার পর আইসোলেশেন সেন্টারে পাঠানোর সময় রোগীর মৃত্যু হয়।

 
Electronic Paper