ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে পুকুর খনককালে প্রাচীন কাষ্ঠমূর্তি উদ্ধার

নাটোর প্রতিনিধি
🕐 ৯:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ০৭, ২০২০

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বিয়াশ গ্রাম থেকে পরিত্যক্ত পুকুর খননকালে একটি প্রাচীন কাষ্ঠমূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি বর্তমানে সিংড়া থানায় রাখা হয়েছে। মঙ্গলবার (৭ই এপ্রিল) দুপুরে ওই মূর্তিটি পান স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান।

সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বিয়াশ আদিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে মাহফুজুর রহমানের পরিত্যক্ত পুকুর খননের সময় কাদায় মিশ্রিত একটি মূর্তি পায় শ্রমিকরা। মূর্তিটি মূল্যবান ধাতব পদার্থের তৈরি মনে করে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমায়। এসময় স্থানীয়রা মূর্তিটির গায়ে থাকা কাদা সরিয়ে ফেললে দেখা যায় এটি একটি শাল কাঠের তৈরি একটি মানুষের মূর্তি। পরে মূর্তিটি উদ্ধার করে প্রথমে ডাহিয়া ইউনিয়ন পরিষদে ও পরে সিংড়া থানায় নেয়া হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, মানুষ মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছে জানার পর সেটি থানায় আনা হয়েছে।

 

 
Electronic Paper