ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাঝরাতে খাবার পাঠালেন ইউএনও

চট্টগ্রাম ব্যুরো
🕐 ১২:০১ অপরাহ্ণ, এপ্রিল ০৬, ২০২০

আত্মসম্মান বোধের কারণে কারও কাছে হাত পাততে পারছিল না একটি পরিবার। আবার ঘরে রান্নার জন্য কিছুই নেই। গত রোববার মধ্যরাতে এমন একটি নিম্ন আয়ের পরিবারের দুর্দশার কথা চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীনকে জানান তাদেরই এক প্রতিবেশী।

সঙ্গে সঙ্গে ইউএনও জানতে চান, কিভাবে খাবার পৌঁছাবেন? আপনার কাছে গাড়ি আছে? আছে জানিয়ে ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদের গেটে উপস্থিত হন ওই ব্যক্তি। আগে থেকে খাদ্য সামগ্রীতে ভরা ‘ভালোবাসার থলে’ হাতে দাঁড়িয়ে ছিলেন ইউএনও।

এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ছুটে গেলেন বাহক। ১৫ মিনিটের মধ্যে প্রতিবেশীর অগোচরে দরজার সামনেই দিয়ে আসলেন ‘ভালোবাসার থলে’।

জানতে চাইলে ইউএনও রুহুল আমীন বলেন, একজন ম্যাসেঞ্জারে জানালো নিম্ন আয়ের একটি পরিবারের খাবার শেষ। রাতে রান্না হচ্ছে না। তাই রাতে ‘ভালোবাসার থলে’ মোটরসাইকেলে করে পাঠিয়ে দেওয়া হয়। খাবার পাঠানোর পর ওই ঘরে রান্না হলো।

যিনি খাবার নিয়ে গেছেন, তিনি এ গল্পের অংশীদার হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

 
Electronic Paper