ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফেনীতে সাতজনের নমুনা সংগ্রহ

ফেনী প্রতিনিধি
🕐 ১১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ০৪, ২০২০

করেনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত দুই দিনে সাতজনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ জনকে এবং হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩২ জনের। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছন এক হাজার ১১১ জন এবং হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৯৪৪ জনের।

শনিবার দুপুরে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে।

পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। সন্দেহভাজন রোগীরা ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। তারা জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন।

অন্যদিকে গত বুধবার সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের বাড়িতে শ্বাসকষ্টে মৃত যুবকের করোনা সংক্রমণ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

 
Electronic Paper