ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘সচেতনতার বিকল্প নেই’

বান্দরবান প্রতিনিধি
🕐 ১০:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ০৪, ২০২০

পার্র্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘সচেতনতার বিকল্প কিছুই নেই, আমাদের সকলকে সচেতন হতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সরকার মোকাবেলায় কাজ করে যাচ্ছে। পর্যাপ্ত খাদ্যসামগ্রী রয়েছে এবং আমরা গরিব ও অসহায়দের মধ্যে খাদ্য পৌঁছে দিচ্ছি।’

শনিবার সকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্য এলাকায় কেউ না খেয়ে থাকবে না। আমরা খোঁজ নিয়ে নিয়ে অসহায় ও দরিদ্র জনসাধরণের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি এবং আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় সুয়ালক ইউনিয়নের ১০০ দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল, একটি সাবান, দুই কেজি আলু, আধা কেজি লবণ, আধা কেজি তেল, আধা কেজি ডাল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা শাহীনুর আক্তার, জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুল আমিন প্রমুখ।

 
Electronic Paper