ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুই স্পিবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

চাঁদপুর প্রতিনিধি
🕐 ৯:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ০৪, ২০২০

পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক স্পিডবোট যাত্রী। শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে চাঁদপুরের পার্শ্ববর্তী শরীয়তপুরের সখিপুর উপজেলার কাচিকাটা এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত আলামিন (২২) এর বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন জাহাজমারা গ্রামে। এই ঘটনায় নিখোঁজ ব্যক্তির নামও আলামিন (২৮)। ঘটনাস্থলে যাওয়া চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘একটি স্পিডবোট চাঁদপুর থেকে যাচ্ছিল। আর আরেকটি স্পিডবোট মাওয়া থেকে আসছিল। রাস্তায় রাত সাড়ে ৩টার দিকে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা এক যাত্রী মারা যান এবং আরেকজন নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয়রা আলামিনের মরদেহ উদ্ধার করে রাজরাজেশ্বরের নিয়ে আসে। আমরা খবর পেয়ে মরদেহ পোস্টমর্টেমের জন্য চাঁদপুর নিয়ে এসেছি। স্পিডবোট চালক পলাতক রয়েছে।’

এলাকা সূত্রে জানা যায়, রাজরাজেশ্বর জাহাজমারা এলাকার দুটি মাছ ঘাটের জেলেদের আহরণ করা বিপুল পরিমাণে জাটকা ও ইলিশ মাছ পাচারের কাজ করছিল স্পিডবোটগুলো। স্থানীয় খোকন মোল্লা মাছ বহনকারী স্পিডবোট নিয়ে মাওয়া যাওয়ার সময় বিপরীত দিক থেকে মাছ বিক্রি করে খালি আসা রফিকউল্লা দেওয়ানের স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী জানান, ‘কাচিঘাটায় নৌ-সীমানায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত অপরজনে নিখোঁজ হয়েছে। ঘটনাটি আমরা থানা পুলিশকে জানিয়েছি। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। নিহত ও নিখোঁজ ব্যক্তি আমার ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাসিন্দা।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদ পারভেজ চৌধুরী জানান, ‘বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।’

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ আবু তাহের বলেন, ‘আমরা দুর্ঘটনার বিষয়টি জেনেছি এক জনের মরদেহ চাঁদপুর সদর থানায় আনা হয়েছে। যতটুকু শুনেছি, দুর্ঘটনাটি শরীয়তপুরে এলাকায় ঘটেছে ওখানে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরাও খবর নিচ্ছি।’

 
Electronic Paper