ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফেনীতে দোকান খোলা রাখায় ২১ জনকে জরিমানা

ফেনী প্রতিনিধি
🕐 ৪:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ০৩, ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকারের আদেশ অমান্য করে ফেনীতে দোকান খোলা রাখায় ২১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব এ জরিমানা করেন।

ইউএনও অজিত দেব জানান, বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত উপজেলার ওলামাবাজার, নবিউল্লার বাজার, ইতালি বাজার, মতিগঞ্জ বাজার, মতিগঞ্জ বাসস্ট্যান্ড, হাজিস্ট্যান্ড, বক্তারমুন্সি বাজারে অভিযান চালিয়ে ২১জনকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের মধ্য থেকে দুইজনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি জানান, সোনাগাজীর সব ব্যবসায়ী ও জনসাধারণকে সরকারের জারি করা বিজ্ঞপ্তি মেনে চলার জন্য বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ অবস্থায় ‘করোনা যুদ্ধ করবো জয়, ঘরের বাইরে আর নয়’ এমন স্লোগানকে ধারণ করে মাঠে আরও সক্রিয় থাকতে দেখে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

 
Electronic Paper