ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লক্ষ্মীপুরে যুবক আইসোলেশনে

লক্ষ্মীপুর প্রতিনিধি
🕐 ১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

করোনা ভাইরাসের কিছু উপসর্গ থাকায় এক যুবককে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি বিদেশে ছিলেন না। তার আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশী কেউ বিদেশ থেকে ফেরেননি।

বুধবার সকালে নিউমোনিয়া নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর ও সর্দি-কাশি থাকায় আইসোলেশনে রেখে চিকৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, নিউমোনিয়া নিয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার বলেন, লক্ষ্মীপুর কোনো করোনা আক্রান্ত রোগী নেই। তবে সন্দেহজনক দুজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে একজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যজনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগেও চারজনের নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে কারও করোনা পজেটিভ ছিল না।

 
Electronic Paper