ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবরুদ্ধ পাহাড়ে ত্রাণ বিতরণ

বান্দরবান প্রতিনিধি
🕐 ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

করোনা ভাইরাসের বিস্তার রোধে অবরুদ্ধ বান্দরবানের দুর্গম পাহাড়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু। 

বুধবার সকালে বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকার অবরুদ্ধ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী পৌঁছে দিন তিনি। পরিবার প্রতি ১০ কেজি চাল, এক কেজি লবণ, এক কেজি আলু ও এক কেজি ডাল দেওয়া হয়।

এছাড়া বান্দরবান সদরের রেইচা, গোয়ালিখোলা, কানাপাড়াসহ বিভিন্ন স্থানে গরিব ও অসহায়দের মধ্যে চাল বিতরণ করেন জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার এবং পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের পরামর্শে করোনা মেকাবেলায় কাজ করে যাচ্ছি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন দুর্গম গ্রামে গ্রামে যাচ্ছি এবং ত্রাণ সহায়তা প্রদান করে যাচ্ছি।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, করোনা মোকাবেলায় আমাদের সকলকে কাজ করতে হবে। করোনার এ যুদ্ধে আমাদের স্বাস্থ্যবিধি আর সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থেকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

 
Electronic Paper